রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ফলবাগানের সীমানাপ্রচীর ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী আইয়ুব আলী এসএসসিতে ময়মনসিংহ শিাবোর্ডে প্রথম হয়েছেন ত্রিশালের তকি ময়মনসিংহে মর্মান্তিক ঘটনা: মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার চিত্রনায়িকা অপু বিশ্বাস জামিন পেলেন ময়মনসিংহে ৬ মাসে প্রায় ৫ হাজার এনআইডি সংশোধন আবেদনের নিস্প্রত্তি করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন তজুমদ্দিনে মুসলিম কৃষককে কুপিয়ে গুরুতর জখম, হিন্দু পরিবারের ৫ জনের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার Hello world!

এসএসসিতে ময়মনসিংহ শিাবোর্ডে প্রথম হয়েছেন ত্রিশালের তকি

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১ সময় দেখুন
এসএসসিতে ময়মনসিংহ শিাবোর্ডে প্রথম হয়েছেন ত্রিশালের তকি

ময়মনসিংহ শিা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ফারহান তানভির তকি। সে মোট ১৩ শ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ ফলাফলধারী শিার্থী হিসেবে স্থান অর্জন করে। তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিার্থী। সে ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার পৈতৃক বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তিনি সিদ্দিক মোঃ ইসমাঈল ও মোছা: ছালমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় একনিষ্ঠ, দায়িত্বশীল ও মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও আত্মনিবেদনই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।
তকির এমন সাফল্যে পরিবার, শিক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুস সালাম বলেন, “তকির এই কৃতিত্ব ময়মনসিংহ জিলা স্কুলের জন্য গর্বের। আমি আশেপাশের অন্যান্য স্কুলের ফলাফল যাচাই করেছি—সে-ই সর্বোচ্চ নম্বর পেয়েছে। তকির মা ছালমা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” নিজের অনুভূতি জানিয়ে ফারহান তানভীর তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই। শিকরা মনে করছেন, তকির মতো শিার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতায় ও সাফল্যে আলোকিত হবে আগামী প্রজন্ম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD