ময়মনসিংহ শিা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ফারহান তানভির তকি। সে মোট ১৩ শ নম্বরের মধ্যে ১২৫৯ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ ফলাফলধারী শিার্থী হিসেবে স্থান অর্জন করে। তকি ময়মনসিংহ জিলা স্কুলের শিার্থী। সে ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার পৈতৃক বাড়ি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের টুক্কিরপাড় গ্রামে। তিনি সিদ্দিক মোঃ ইসমাঈল ও মোছা: ছালমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তকি পড়াশোনায় একনিষ্ঠ, দায়িত্বশীল ও মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর মনোযোগ ও আত্মনিবেদনই তাকে এনে দিয়েছে এই অসাধারণ সাফল্য।
তকির এমন সাফল্যে পরিবার, শিক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুস সালাম বলেন, “তকির এই কৃতিত্ব ময়মনসিংহ জিলা স্কুলের জন্য গর্বের। আমি আশেপাশের অন্যান্য স্কুলের ফলাফল যাচাই করেছি—সে-ই সর্বোচ্চ নম্বর পেয়েছে। তকির মা ছালমা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” নিজের অনুভূতি জানিয়ে ফারহান তানভীর তকি বলেন, “নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর ওপর বিশ্বাস রেখেই আমি প্রস্তুতি নিয়েছি। ভবিষ্যতে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য কিছু করতে চাই। শিকরা মনে করছেন, তকির মতো শিার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের যোগ্যতায় ও সাফল্যে আলোকিত হবে আগামী প্রজন্ম।