সাংবাদিকুতার দায়িত্বপালনকালে গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের দ্বারা নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার ৯আগস্ট বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ত্রিশালে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তাও সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, দৈনিক মাটিও মানুষের নির্বাহী সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাংবাদিক মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান কিরন প্রমূখ।