ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেট প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স।
হাফেজ রুহুল আমীন মাদানী গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল দিবাগত রাতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হার্ডের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৯৬ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে সংসদ সদস্য হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ত্রিশাল অঞ্চলের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়ী ত্রিশাল সদর ইউনিয়নের চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে আজ বুধবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। পরে কলেজ মাঠ সংলগ্ন নির্মাণাধীন মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত হন।