অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ দিবসে তিনজনকে সফলতার সম্মাননা প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
তিনি বলেন, আমরা যদি সঠিক নিয়মে মাছচাষ করি তাহলে সকলেই লাভবান হবো। আর যারা মৎস্য চাষের সাথে জড়িত আছি আমাদের একটা বিষয় মনে রাখতে হবে তা হলো পুকুর খনন করার সময় যেন আমরা পুকুরের চারটি পার ভালো ভাবে বাঁধ দেয়। কোনো ভাবেই যেন সরকারি রাস্তা পুকুরের পার হিসাবে ব্যবহার না করি। উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ মুজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল রহমান মৃধা, সাংবাদিক ফারুক
প্রমুখ। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক আলোচনা শেষে উপজেলার সফল মৎস্য চাষী হিসেবে এম মোস্তাক আহমেদ, জসিম উদ্দিন ও এআইএই পদ্ধতিতে মাছ চাষ করায় উপজেলা প্রশাসন কে সম্মাননা প্রদান করা হয়।