ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ধানীখোলা রাস্তার পৌরসভার অংশের কাজ খুব দ্রুত ভাবে চলছে। গতকাল সোমবার রাস্তার কাজ পরিদর্শন করছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লা আল বাকীউল বারী । এ সময় তার সাথে পৌর প্রকৌশলী প্রদ্বীপ কুমার দেবনাথসহ পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। রাস্তার কাজ নিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লা আল বাকী উল বারী বলেন পৌরসভার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিলো ত্রিশাল বাজার হতে ধানীখোলা বাজার(ত্রিশাল টু ধানীখোলা রাস্তাটির । আশা করা যায় আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুতই এই রাস্তাটির কাজ শেষ হবে। একই রাস্তার ধানীখোলা ইউনিয়নের অংশের রাস্তা ভালো থাকলেও অতিবৃষ্টিতে বড় একটি অংশ ধ্বসে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এই অংশের সংস্কারের জন্য প্রাক্কলন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। অন্যান্য রাস্তাগুলোও বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করার চেষ্টা চলছে। আসলে আমাদের ত্রিশালে রাস্তার যে পরিমাণ বেহাল দশা তা রাতারাতি ঠিক করা কঠিন। তবে আমি ত্রিশাল উপজেলা ও পৌরসভার য়েসব খারাপ রাস্তা রয়েছে সে গুলো সংস্কার বা নতুন রাস্তা করার চেষ্টা করছি। তিনি এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।