ময়মনসিংহের গোপালপুর ইউনিয়নের চর বড়বিলা নিলের কুঠিতে নৃশংসভাবে খুন হয়েছেন এক গৃহবধূ। নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহতের নাম ঝুতু (২৮) স্বামী মোঃ সারোয়ার পিতা মোঃ আব্দুল রাজ্জাক । তিনি দুই সন্তানের জননী তাঁর সন্তানরা হলো জিসান (৭) ও সাওদা (৩)। গতকাল সকালে নিজ ঘর থেকে ঝুতুর মৃতদেহ উদ্ধার করা হয়।পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। অবশেষে সেই নির্যাতনের পরিণতি হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে এটিই স্বজনদের দাবি,
নিহতের স্বজনরা বলেন, “আমরা এর সঠিক বিচার চাই। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন। এদিকে নিহতের পরিবার স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। লাশটি বর্তমান ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে , স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আহ্বান— দ্রুত তদন্ত করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।