টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ই অক্টোবর সোমবারবিকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা। ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করার লক্ষ্যে আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৫ কোটি শিশুকে এ টিকা প্রদান কর্মসূচি চলবে।