ময়মনসিংহে বাস মালিক সমিতির সিদ্ধান্তে আমিনুল হক শামীমের ১৬ বাস বন্ধ শেখ হাসিনা সরকারের দোসর আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের (সাবেক এনা পরিবহন) বর্তমানে নাম পরিবর্তন করা ইউনাইটেড পরিবহন নামে ময়মনসিংহ হতে ঢাকা চলা ১৬ টি গাড়ী বন্ধের দাবীতে শনিবার শহরের মাসকান্দা বাস টার্মিনালে ও ঢাকা বাইপাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (জুলাই যুদ্ধাদেন) নেতাকর্মী আন্দোলনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহামড়ক অবরোধ করার ঘটনায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে আমনিুল হক শামীমের মালিকানাধীন ১৬ টি বাস বন্ধের সিদ্ধান্ত হয়েছে।এ ব্যাপারে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন-আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড সার্ভিসের ম্যানেজার রতন পণ্ডিতকে প্রত্যাহার করা হয়েছে।