ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন- আজকের মেধাবী শিক্ষার্থীদেরকেই আগামী বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।
তিনি ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, এইচ এসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইড লাইন ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। ডাঃ লিটন আরো বলেন- ত্রিশালের এক ঝাক শিক্ষিত কর্মজীবি মেধাবীদের নিয়ে গঠিত ত্রিশাল ইয়ুথ ফোরামের সদস্যরা ভবিষ্যতে ত্রিশালের তোমাদের মত মেধাবীদের তাদের মতো তোমাদের পাশে থেকে তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে আমি ও ত্রিশালের ইয়ুথ ফোরামের সাথে থেকে তোমাদের কর্মসংস্থানের কাজে সহযোগিতা করবো।

তিনি আরো বলেন এই ময়মনসিংহের ত্রিশাল সব চাইতে অবহেলিত উপজেলা, বছরের পর বছর এই উপজেলায় এমপি হয়েছে । কিন্তু তারা কেউ ই ত্রিশালের কোনো উন্নয়ন করেননি করতে পারেননি। তারা শুধু মার্কা কিনে এনে এমপি হয়ে নিজের কাজ করেছে ত্রিশালের কোনো উপকার হয়নি। এখন সেই দিন আর নেই এখন ভোট পেয়ে নির্বাচিত হতে হবে এখন ভোটারের সরাসরি ভোট পেয়ে পাশ করে এমপি হতে হবে। তাই ত্রিশালের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের কাছে ভোট চাইছি আপনারা আমাকে ভোট দিবেন আপনাদের পরিবারের সদস্যদের আমাকে ভোট দিতে বলবেন আত্বীয় স্বজনেেদর ভোট দিতে বলবেন আপনার পাড়া প্রতিবেশীদের ভোট দিতে বলবেন । আমি জীবনে কোনো অপরাধবা অন্যায় করিনি, কোনো অন্যায়ে সহযোগিতাও করিনি আর কোনো দিন কেউ আমাকে দিয়ে কোনো অপরাধ করাতেও পারবেনা। তাই আমি মনে করি আমি ত্রিশালে একজন যোগ্য প্রার্থী,যোগ্য প্রার্থী হয়ে ত্রিশালের সার্বিক উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের ভোট প্রর্থনা করছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আমার আপনাদের ত্রিশালের উন্নয়নে নিজেকে উদসর্গ করবো । ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান তার বক্তব্যে আরো বলেন ত্রিশালে উন্নয়নে আমার চেয়ে যদি কোনো যোগ্য প্রার্থী থাকে আপনারা তাকে ভোট দিয়েন। য়দি আমার চাইতে যোগ্য প্রার্থী না থাকে তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন রইলো ত্রিশাল উপজেলার উন্নয়নের দিক বিবেচনা করে ধানের শীষ প্রতীক কে বিএনপিকে বিজয়ী করতে আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন।

ত্রিশাল ইয়ুথ ফোরামের আয়োজনে ১৩ নভেম্বর বৃহস্প্রতিবার বিকেল ৩ টায় স্থানীয় ত্রিশাল মেডিকেল সেন্টার (টিএমসি) মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ অনুষ্ঠানে ¡ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর আক্তার হোসাইন খান, সদস্য বোড অব স্টাস্টি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিন্ডকেট সদস্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ্ সভাপতি গভেনিং বডি ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ মোস্তেকা আনোয়ার। ত্রিশাল ইয়ুথ ফোরাম গ্রাজুয়েট কর্মচারীদের একটি সংগঠন ত্রিশাল ইয়ুথ ফোরাম এর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন । ত্রিশাল ইয়ুথ ফোরামের আহবায়ক প্রভাষক মমিনুল ইসলাম প্লাবন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠান টির সঞ্চালনায় ছিলেন আনসারুল ফরাজী ও মাসুমা আফরিন। ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি, এইচ এস সি, ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী দের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ।
রফিকুল ইসলাম শামীম,ময়মনসিংহ।