ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ , নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ডাঃ মাহবুবুর রহমান লিটন তার মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আরাপাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনের সাথে উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, মুন্জুরুল ওয়াহাব নিক্সন,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসাইন মিলন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন পত্র জমা দিয়াকে ঘিয়ে উপজেলা ও পৌর বিএনপির ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষ ত্রিশাল পৌর এলাকায় অবস্থান করেন।