শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ত্রিশাল ধানীখোলা রোডের পৌরসভা অংশের কাজ চলছে ত্রিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে-মুশতেকা আনোয়ার ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OBE Curriculum ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ত্রিশাল প্রেসক্লাব লাইব্রেরীতে লেখক রাশেদুল আনামের বই প্রদান ত্রিশালে বিএনপির ভোটের জোয়ার বইছে ৪ লাখ ভোটারের মধ্যে ৩ লাখ ভোট পাওয়ার টার্গেট নিয়ে কাজ করতে হবে- ডাঃ লিটন ত্রিশালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রেফতার ত্রিশালের বগার বাজার টু কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা,খানাখন্দও নর্দমায় চলাচলের অনুপযোগী জনদুর্ভোগ চরমে

ত্রিশালের বগার বাজার টু কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা,খানাখন্দও নর্দমায় চলাচলের অনুপযোগী জনদুর্ভোগ চরমে

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ সময় দেখুন
ত্রিশালের বগার বাজার টু কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা,খানাখন্দও নর্দমায় চলাচলের অনুপযোগী জনদুর্ভোগ চরমে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার হতে কাশিগঞ্জ বাজার চলাচলের এক মাত্র রাস্তাটির বেহাল দশা খানাখন্দ ও নর্দমায় থইথই হয়ে পড়ায় রাস্তাটি যেনো যেন দিনদিন মৃত্যু কুপে পরিণত হচ্ছে। চলাচলের অনুপযোগী অনেক আগেই। সামান্য একটু বৃষ্টি হলেই সড়কে জমে হাঁটু পানি, কার্পেটিং ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও কাদা পানি জমে আছে। এতে জন মানুষ ও পরিবহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনের রাস্তাটি ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। পথচারীরা ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে চলাচল করতে পারলেও যানবাহন চলাচল অসম্ভব। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কখনো গাড়ি উল্টে পড়ে যাচ্ছে খাদে আবার কখনো পথচারী ছিটকে পড়ছে রাস্তার গর্তে।
স্থানীয় বাসিন্দা ও এই সড়ক দিয়ে চলাচলকারী মোমেন মিয়া জানান, এটি একটি ব্যস্ততম সংযোগ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। কালাম মন্ডল নামের একজন জানান, চলাচলের জন্য এটি একমাত্র সড়ক। এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক ইউনিয়নের মানুষ চলাচল করে থাকে এবং এ ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছানোর একমাত্র মাধ্যম এই সড়ক। এত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ফারহানা , মুয়িদুল , কাজল, নাঈমা, রাবিব,শিমল ও ও মেঘলা জানান , আমাদের এ রাস্তা দিয়ে খুব কষ্ট করে স্কুল যেতে হয়। মাঝে মধ্যেই ছোট বড় অসংখ্য ভাঙা গর্তের কারনে অটো উল্টে যায়। আমাদের একটাই দাবি এ সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়।
সিএনজিচালক লোকমানজানান, সড়কে বড় গর্তের কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। প্রতিদিন এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে অনেকেই আহত হয়েছেন। ভাঙা গর্ত বড় হতে হতে এখন এই সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। কাশিগঞ্জ বাজার ব্যবসায়ী জাকির জানান, কাশিগঞ্জ বাজারে আমার ব্যবসাপ্রতিষ্ঠান। এ জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাতে বাড়িতে যাওয়ার সময় রাস্তার গর্তের কারনে দুর্ঘটনা হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙা সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, সংস্কার বাজেট পেলেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD