বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক উপাচার্য মোহীত উল আলম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাল্গুন টিভি পরিবারের গভীর শোক প্রকাশ ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডাঃ লিটনের মনোনয়ন পত্র দাখিল নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ত্রিশালে রাস্তার পাশে পুকুর করায় কাদা খানাখন্দ কাদায় চলাচলে অনুপযুগী রাস্তায় জনদুর্ভোগ চরমে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

ময়মনসিংহে কাফনের কাপড় পরে অনশনে নটর ডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৯ সময় দেখুন
ময়মনসিংহে কাফনের কাপড় পরে অনশনে নটর ডেম কলেজের বহিষ্কৃত ৭ শিক্ষক

ময়মনসিংহের নটর ডেম কলেজের বহিষ্ক.ত সাত শিক্ষক কাফনের কাপর পরে আমরণ অনশনে বসেছেন। কলেজ প্রশাসনের অনিয়ম, দুর্নীতি, স্বেচছাচারিতা এবং অবৈধ বহিষ্কারের প্রতিবাদে এই অনশন কর্মসূচি পালন করছেন তারা । ১৯ নভেম্বর বুধবার দুপুর থেকে কলেজ প্রাঙ্গনে কাফনের কাপড় পরে এই সাত আমরণ অনশন শুরু করেন। এর আগে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমরণ অনশণের হুঁশিয়ারি দেন সাত শিক্ষক। অনশনে অংশ নেওয়া শিক্ষকরা সাদা কাফনের কাপড় বেঁধে শেষ পর্যন্ত লড়াইয়ে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।অনশনে নেতৃত্ব দেন বহিষ্কৃত রসায়ন বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান রানা। তার সঙ্গে অনশনে বসেছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মাহামুদুল হাসান মামুন, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদ হাসান এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। অনশন চলাকালে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা সংহতি জানিয়ে উপস্থিত হন। বহিষ্কৃত শিক্ষকরা অভিযোগ করে বলেন, কলেজের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডে গুরুতর আর্থিক অনিয়ম রয়েছে। দীর্ঘ দশ বছর ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও একাধিক শিক্ষককে প্রমোশন দেওয়া হয়নি, যেখানে প্রতি পাঁচ বছর পরপর প্রমোশনের নিয়ম রয়েছে। কলেজের অভ্যন্তরে তথ্য গোপন, জবাবদিহিতার অভাব, একচেটিয়া প্রশাসনিক কর্তৃত্ব ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত কলেজ পরিচালনায় চরম সংকট তৈরি করেছে। এছাড়া বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়ম-অসদাচরণের প্রমাণও রয়েছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষকদের দাবি, এর আগে আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ তাদের প্রাপ্য প্রায় ৬০ লাখ টাকা ফেরত দিলেও এরপর থেকে আন্দোলনকারীদের ওপর নানাভাবে চাপ, হয়রানি ও ভয়ভীতি তৈরি করা হয়। পরে ময়মনসিংহের জেলা প্রশাসক সকল সমস্যার সমাধান করলেও অধ্যক্ষ ড. ফা. থাদেউস হেম্ব্রম জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সাতজন শিক্ষককে বহিষ্কার করেন।
অনশনে বসা শিক্ষকদের দাবি, বহিষ্কার আদেশ প্রত্যাহার, মিথ্যা অভিযোগ বাতিল, স্বচছ তদন্ত কমিটি গঠন এবং বকেয়া পাওনা পরিশোধসহ ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। তারা বলেন, “এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD