বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক উপাচার্য মোহীত উল আলম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাল্গুন টিভি পরিবারের গভীর শোক প্রকাশ ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডাঃ লিটনের মনোনয়ন পত্র দাখিল নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ত্রিশালে রাস্তার পাশে পুকুর করায় কাদা খানাখন্দ কাদায় চলাচলে অনুপযুগী রাস্তায় জনদুর্ভোগ চরমে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬ সময় দেখুন
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার নেতৃত্বে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি সোমবার সকাল সোয়া এগারোটায় উপজেলা প্রশাসনে আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই মহড়াটি উপজেলা বৈলর, কালির বাজার, বালিপাড়া, রামপুর, চেলেরঘাট সহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার, ফায়ার সার্ভিস লসদস্যরা অংশ নেন। এই মহড়া দেখে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করাই এই মহড়ার মূল লক্ষ্য। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন:”আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD