জাতীয় নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় দৃশ্যমান আমুল পরিবর্তন হয়েছে। দৃশ্যমান এই কার্যক্রমে গত ৬ মাসে প্রায় প্রায় ৫ হাজার এনআই সংশোধন আবেদনের নিস্প্রত্তি করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিসের বরাতে জানাগেছে।
অতীতে জেলা অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রমে সেবা গ্রহিতাদের দীর্যদিনের ভোগান্তির অভিযোগ থাকলেও বর্তমান সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলামের সততা, নিষ্ঠা, সার্বিক তত্বাবদান, বিচক্ষনতা কর্মদক্ষতা ও তার নিরলস পরিশ্রমে জেলা নির্বাচন অফিসটির স্বচ্চতা ও কাজের গতি বৃদ্ধি পাওয়ায় এনআইডি সংশোধন, করতে আসা সেবা গ্রহিতারা এখন অতি দ্রুত সময়ের মধ্যে পাচ্ছেন তাদের কাঙ্খিত সেবা ।
এরই পরিপেক্ষিতে ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসে এরই মধ্যে প্রায় ৫ হাজার এনআইডি সংশোধন আবেদনের নিস্প্রত্তি হয়েছে। জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায় আগের মতো আর সেবা গ্রহিতাদের দীর্য লাইন নেই। অফিসটিতে নেই অতিরিক্ত ভীড় অপতৎপরতা করার মতো কোনো মানুষ। এখন সেবা গ্রহিতারা নির্ধারিত সময়ে অফিসে গিয়ে সহজের পাচ্ছেন তাদের কাঙ্খিত সেবা। এই পরিবর্তনের পিছনে বড় ভুমিকা রয়েছে বর্তমান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের ।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর বর্তমান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকেই এই কার্যক্রমে এমন গতি এসেছে বলে একাধিক সূত্রে জানাগেছে।
নির্বাচন অফিস সূত্রে জানাযায় আগে এই সংক্রান্ত প্রয়োজনীয় পর্যাপ্ত কাগজপত্র বা যৌত্তিক তথ্যের অভাবে অনেক আবেদন দীর্যদিন ঝুলে থাকতো এখন প্রতিটি আবেদন পুঙ্খানোপুঙ্খ ভাবে যাচাই বাচাই এর পর সংশোধনের যৌক্তিকতা যাচাই করা হয় এবং অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা সংশোধন করা হয়।
সেবা নিতে আসা একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানাগেছে আগে এনআইডি সংশোধনের জন্য অনেক বার আসতে হতো অনেকে কিছু দালালের খপ্পরে ও পড়তো । এখন নিজেরাই সরাসরি এসে কাজ করতে পারলাম। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আসাদুল ইসলাম জানান আবেদন করার পর জেলা অফিস হতে আমার এনআইডি সংশোধনের কাজ ১ দিনের মধ্যে হয়ে গেছে, এতে আমার বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক উপকার হলো।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান আমি চেষ্টা করছি প্রতিদিনের আবেদন প্রতিদিন নিস্প্রত্তি করতে । আইডিতে ভুল যেখানে হয়েছে সেটা বুঝে দ্রুত সিদ্ধান্ত দেওয়াই আমার নীতি। তিনি আরো জানান বর্তমানে আমার অফিসে কোনো আবেদন ই পেন্ডিং নেই ।
সংশিষ্ট নির্বাচন কমিশন কার্যালয় কতৃপক্ষ জানায় ুঅন্যান্য জেলার তুলনায় ময়মনসিংহকে এখন একটি মডেল হিসেবে দেখা হয়। এ রকম কার্যকর সেবা প্রদানের ব্যবস্থা অন্য জেলাগুলোর জন্য ও অনুকরনীয় হতে পারে। এনআইডি সংশোধন সেবায় যে স্বচ্ছতা ও গতি এসেছে ,তা সাধারন জনগনের মধ্যে সরকারের প্রতি আরো আস্থা বৃদ্ধি করেছে।