ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লা আল বাকীউল বারী বলেছেন এই প্রজন্মের শিক্ষার্থীদের এদেশ টাকে সুন্দর করে গড়ে তুলতে শুধু মেধাবী হয়ে গড়ে উঠলেই হবে না মেধাবী শিক্ষার পাশাপাশি তাদের মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে,শুধু নিজের ভালর জন্য শিক্ষা নয়,শুধু নিজের ভালো একটা চাকরীর জন্য শিক্ষা নয় আমাদের শিক্ষা যেনো দেশের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কাজে লাগে আমাদের মেধা যেনো দেশের জন্য কাজে লাগে দেশের মানুষের মঙ্গলে কাজে লাগে। তিনি ২৮ জুলাই সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়েল মাধ্যমিকও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টেস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কীম(এসইডিপি)ও ময়মনসিংহের ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ মেধাবী শিক্ষার্থী কে পুরস্কার প্রদানকালে সভাপতির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ জেলা অফিসের সহযোগিতায় ও ত্রিশাল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস ত্রিশালের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর জান্নাতুল ফেরদৌস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা পারভীন-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (একিউএইট) কামরুন নাহার প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার,ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শুকতারা বিদ্যানিকেতন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনিছুজ্জামান মৃধা, আউলিয়ানগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন প্রমুখ। এসময় উপজেলার মেধাবী ২৯ শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।