শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ত্রিশাল ধানীখোলা রোডের পৌরসভা অংশের কাজ চলছে ত্রিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে-মুশতেকা আনোয়ার ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OBE Curriculum ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ত্রিশাল প্রেসক্লাব লাইব্রেরীতে লেখক রাশেদুল আনামের বই প্রদান ত্রিশালে বিএনপির ভোটের জোয়ার বইছে ৪ লাখ ভোটারের মধ্যে ৩ লাখ ভোট পাওয়ার টার্গেট নিয়ে কাজ করতে হবে- ডাঃ লিটন ত্রিশালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রেফতার ত্রিশালের বগার বাজার টু কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা,খানাখন্দও নর্দমায় চলাচলের অনুপযোগী জনদুর্ভোগ চরমে

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৪ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কবির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেসমস্ত সৃষ্টিকর্ম আছে তা হতে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তব জীনবে প্রতিফলিত করতে হবে। কবি নজরুলকে নিয়ে যে ধরণের গবেষণা হওয়া দরকার তা হয় নি। তাঁকে নিয়ে গবেষণা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ আছে, তারা কাজ করছে। এছাড়া গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমেও নজরুলের বিভিন্ন বিষয় বিশেষ করে যেগুলো নিয়ে এখনো গবেষণা হয় নি, সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞান ভান্ডারে যোগ করতে হবে।’

কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। এছাড়া ৮৪তম রবীন্দ্র এবং ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩১ আগস্ট রবিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD