ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুশতেকা আনোয়ার বলেছেন মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে, কলেজের শিক্ষকদের অনুরোধ করে তিনি বলেন আপনাদের যতো কষ্টই হোক,আপনাদের মেধা মনন দিয়ে পরিশ্রম করে আপনাদের শিক্ষার্থীদের এই কলেজ হতে পাশের হাড় ১০০ পার্সেন্ড করতে হবে। নারী শিক্ষায় ত্রিশালে একমাত্র মহিলা ডিগ্রী কলেজ ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সাধারন সভা অনুষ্ঠানের পর শিক্ষকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। শনিবার সকাল ১১ টায় মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সেলিমুল হক তরফদারের সভাপতিত্বে কলেজ পরিচালনা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী মুশতেকা আনোয়ার। সভায় কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।