শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক উপাচার্য মোহীত উল আলম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাল্গুন টিভি পরিবারের গভীর শোক প্রকাশ ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডাঃ লিটনের মনোনয়ন পত্র দাখিল নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ত্রিশালে রাস্তার পাশে পুকুর করায় কাদা খানাখন্দ কাদায় চলাচলে অনুপযুগী রাস্তায় জনদুর্ভোগ চরমে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

কাউছার পারভেজ শাকিল জেলা প্রতিনিধি ময়মনসিংহ
  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় উপজেলার ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১ টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে লক্ষে একটি বিশেষ প্রতিযোগিতার মূলক অনুষ্ঠানের আয়োজন করে । এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মেধা যাচাই এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য । সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ব্রহ্মপুত্র হলরুমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী ও মেধাবৃত্তি প্রদান করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের আভা। অভিভাবকরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের প্রত্যাশা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD