ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে দরিরামপুর বাসস্ট্যান্ড বালিপাড়া রোডে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে মরা মুরগি বহনকারী একটি ভ্যান গাড়িতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যবসায়ীরা হলেন ত্রিশাল উপজেলার রামপুর গফাকুড়ি এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে মো লিখন মিয়া (২৫) ও তার সহোদর সিয়াম (১২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি মরা ব্রয়লার মুরগির মাংস বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বস্তা মরা মুরগির মাংস জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের বিশ হাজার টাকা জরিমানা করেন। ত্রিশাল সহকারী কমিশনার( ভূমি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।