শিক্ষক সম্মান ও ডিজিটাল যুগের শিক্ষা উন্নয়ন এ প্রতিপাদকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব শিক্ষক দিবসে সোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ত্রিশাল শিক্ষক পরিবারের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রোববার রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, দুখু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ, আব্দুল কাইয়ুম মাষ্টার,আনোয়ার হোসেন প্রমুখ