ময়মনসিংহে শনিবারের জুলাই যুদ্ধাদের আওয়ামীলীগ নেতা আমিনুল হক শামীমের (ময়মনসিংহ হহে ঢাকা গামী) মালিকানাধীন ১৬ টি ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের দাবীর প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবহন মালিক সমিতির পক্ষ হতে আওয়ামীলীগের দোসর আমিনুল হক শামীমের ১৬ টি বাস বন্ধ করে দেওয়ায় সড়কে জুলাই যোদ্ধাদের ও শ্রমিকদের মাঝে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে আজ রোববার সকাল হতে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধকরে দিয়েছে। সকাল হতে ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের অনশন ধর্মঘটের ফলে ময়মনসিংহ হতে সারাদেশের সাথে ময়মনসিংহের যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ময়মনসিংহ,জামালপুর,শেরপর কিশোরগঞ্জ,নেত্রকোনা টাঙ্গাইল,হালুয়াঘাটসহ ময়মনসিংহ দিয়ে চলাচলকারী সকল রোডের পরিবহন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রি সাধারনকে চরম দুর্ভোগে মধ্যে পড়তে হয়েছে।