রক্ষক যখন বক্ষক ময়মনসিংহের মৃত নারীকে ধর্ষন করেছে লাশ বহনকারী এক যুবক । জাতির মানবিক মূল্যবোধ যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরে ঘটল নৃশংস ও লজ্জাজনক ঘটনা। ” সময় রবিবার (২১ অক্টোবর) রাত “ঘটনাসূত্রে জানাজায়, হালুয়াঘাট ঘোষবেড় গ্রামে নূর জাহান হাসি (২০)নামে কলেজ শিক্ষার্থী ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন। নোটে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ নিহত নূও জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকাল ১১ টার সময় ময়মনসিংহের হালুয়াঘাট থানা হতে লাশ বহনকারী আবু সাঈদ কে দিয়ে ময়মনসিংহ মর্গে লাশ পাঠায়। রাতে আবু সাঈদ মর্গে ডুকে মৃত নূও জাহান হাসিকে ধর্ষণ করে। ডা: আল মামুন পোস্টমর্টেম করার সময় বুঝতে পারে মৃত মেয়েটি কে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি হালুয়াঘাট ও কোতোয়ালী মডেল থানার পুলিশ কে জানানো হলে। পুলিশ সন্দেহ জনক ভাবে আবু সাঈদ কে জিজ্ঞাসাবাদ করলে সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে। এ বিষয়ে তার বিরোদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে মোঃ নং-৮৫, তারিখ-২১/১০/২০২৫ ইং। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আসামি আবু সাঈদ (১৯), হালুয়াঘাট খন্দকপাড়া গ্রামের, মৃত জয়নাল আবেদীনের ছেলে। এই জঘন্য ঘটনাটি সমাজে নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ উদাহরণ। মৃত্যুর পরও একজন নারী নিরাপদ নয়, এই চিত্র আমাদের বিবেক লজ্জিত করেছে ।