জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মোবাইল বা কম্পিউটার খুললেই এ আই-এর প্রসপেক্ট সামনে চলে আসে। বর্তমান বিশ্বে এ আই সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যারা শিক্ষকতায় আছেন তাদের জন্য কত বেশি জরুরি তা এই প্রশিক্ষণের মাধ্যমে জানতে পারবেন এবং সর্বশেষ ও গভীরভাবে জ্ঞানার্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ কর্মসূচির পাঁচটি সেশনের মধ্য দিয়ে আপনাদের ব্যক্তিগত উৎকর্ষতাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। প্রশিক্ষণে সকলেই পারস্পরিক অংশগ্রহণমূলক করে নতুন জ্ঞানার্জন করবেন। এ আই যেহেতু অত্যন্ত সম্ভাবনাময় তাই এবিষয়ে ভবিষ্যতে আরো বিস্তারিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) মো. তাওরিত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিকক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিডিরেনের সিস্টেম এন্ড সার্ভিসের জেনারেলম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ইনোভেশনের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ এবং ড. এম হোসাম হায়দার চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা