ময়মনসিংহ ১৫২ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনের নির্বাচনী মত বিনিময় সভা ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল দলিল লেখক সমিতির কার্যালয়ে আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মতবিনিময় সভা ও দোয়ার আয়োজন করা হয়। মতবিনিময় সভাও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল দলিল লেখক সমিতির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।