আজকের নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বকে জয় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। তিনি
বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল মহিলা কলেজ মাঠে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। তিনি আরো বলেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা যারা আছে তাদের লেখাপড়া অধ্যাবসায় ই বলে দিবে তারা কিভাবে অনন্যা হয়ে যাবে। আজ এই নবীনবরন ই বলে দিচ্ছেতোমরা একটা বৃহত্তর কর্মকান্ডে ঢুকছো,তোমাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্চ আছে। তোমরা প্রতিটা শিক্ষার্থী জ্ঞান কোষ যদি তোমরা তোমাদের সেভাবে গড়ে তুলতে পারো । মাইলের পর মাইল পারি দিয়ে শিক্ষায় জ্ঞানে নিজেকে গড়ে তুলতে পারলেই একদিন এই পৃথিবীটাকে জয় করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, তিনি তার বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে নারীরা মায়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে রাষ্ট্র উন্নত হবে,তিনি আরো বলেন গত বিএনপির আমলে এই ত্রিশাল মহিলা কলেজের অবকাঠামো উন্নয়ন হয়েছে। আবার বিএনপি ক্ষমতায় গেলে এই মহিলা করেজের উন্নয়নের জন্য যা যা করার দরকার সব করা হবে।
ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ারের সভাপতিত্বে ডাঃ ফয়েজ আহমেরদ, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, স্টাফ কাউন্সিলের সদস্য সচিব শফিুকুল ইসলাম, ওসি মনসুর আহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার।