ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২১ সেপ্টেম্বররোববার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় নবযুগ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য শুধু লেখা-পড়া কখনোই তাকে পূর্ণতা এনে দিতে পারে না, পূর্ণতা আনার জন্য প্রয়োজন এক্সট্রা কারিকুলার। বিশিষ্ট দার্শনিক প্লেটো প্রায় ২৪০০ বছর আগে সংগীত ও খেলার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। যারা মেধাবী তারা একাধারে একাডেমিক ও খেলা ধুলায় দক্ষ হয়। এই ইনডোর গেমস-এ যারা ভালো করেছো, আমি আশা করি তোমরা একাডেমিক ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখবে। খেলা-ধুলা শারীরিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের খেলার দিক বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার করছি এবং যত দ্রুত সম্ভব খেলার উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছি।’ তবে ইনডোর গেমস আরো বেশি আয়োজন করার আহ্বান জানিয়ে মাননীয় উপাচার্য ইনডোর গেমস আয়োজক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিজয়ী খেলোয়াড়দের মেডেল এবং ট্রফি প্রদান করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা অধিক সংখ্যক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তাদের চ্যাম্পিয়ণ ট্রফি প্রদান করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ইনডোর গেমস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক ও ইনডোর গেমস-২০২৫ এর আয়োজক কমিটির সদস্য-সচিব শাহ্ মো. নাজমুল হাসান ও উপ-পরিচালক মো. ওমর ফারুক সরকার। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যারাম, টেবিল টেনিস ও দাবা খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের আলাদা গ্রুপে এবং একক ও দ্বৈতভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা দপ্তরে ১৫ সেপ্টেম্বর ২০২৫ হতে ১৭সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।