শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক উপাচার্য মোহীত উল আলম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাল্গুন টিভি পরিবারের গভীর শোক প্রকাশ ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডাঃ লিটনের মনোনয়ন পত্র দাখিল নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ত্রিশালে রাস্তার পাশে পুকুর করায় কাদা খানাখন্দ কাদায় চলাচলে অনুপযুগী রাস্তায় জনদুর্ভোগ চরমে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

ময়মনসিংহের ত্রিশাল নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কাার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম বর্ষে এবং বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র তোমাদের পড়াশোনায় আরো মনোযোগী করবে। পরিচয়পত্র একজন শিক্ষার্থীর পরিচয় প্রদানে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এবারই প্রথম এতো দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র প্রদান করা সম্ভব হলো। তবে ভবিষ্যতেও পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুততার সাথে প্রদানের এই ধারা অব্যাহত রাখতে যা যা করা দরকার আমরা তা করবো।’ অত্যন্ত দ্রুততার সাথে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদানে যারা কাজ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাত্র একমাস পরেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হলো। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম-এর উদ্যোগে প্রভোস্ট কাউন্সিলের মাধ্যমে এবং রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া মোট ১১৫০ জন শিক্ষার্থীর পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলেও অবশিষ্ট পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD