শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাহাবুব- ই- খুদা রুমী’র মৃত্যু বার্ষিকীতে ফাল্গুন টিভি ২৪ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ত্রিশাল ধানীখোলা রোডের পৌরসভা অংশের কাজ চলছে ত্রিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের শিক্ষা মান আরো বৃদ্ধি করতে হবে-মুশতেকা আনোয়ার ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OBE Curriculum ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ত্রিশাল প্রেসক্লাব লাইব্রেরীতে লেখক রাশেদুল আনামের বই প্রদান ত্রিশালে বিএনপির ভোটের জোয়ার বইছে ৪ লাখ ভোটারের মধ্যে ৩ লাখ ভোট পাওয়ার টার্গেট নিয়ে কাজ করতে হবে- ডাঃ লিটন ত্রিশালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রেফতার ত্রিশালের বগার বাজার টু কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা,খানাখন্দও নর্দমায় চলাচলের অনুপযোগী জনদুর্ভোগ চরমে

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৫ সময় দেখুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের অধীনে বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই রোববার সকাল ১০টায় পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ-এর যৌথ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গবেষণাগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে, যেন তা দেশের অগ্রগতিতে কাজে লাগতে পারে। সর্বশেষ অর্থবছরে আইন অনুষদ ও চারুকলা অনুষদের গবেষণা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করা হবে।’ সেমিনারের প্রশ্ন-উত্তর পর্বের মধ্যদিয়ে গবেষণাগগুলো আরও বেশি উন্নত ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়ে উপাচার্য সেমিনার আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সেমিনারের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষে প্রফেসর ড. তপন কুমার সরকার ও আইন অনুষদের পক্ষে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

সেমিনারের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ অন্যান্যরা। সেমিনারে চারুকলা অনুষদের পক্ষে তিনজন ও আইন অনুষদের পক্ষে পাঁচজন গবেষণা প্রকল্প উপস্থাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD