জুলাই সনদ জাতীয় সনদের ভিত্তিতে ফ্রেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সাংবাদিকদের সাথে জামায়াতী ইসলামী নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বৃহস্প্রতিবার বেলা ১২ টায় স্থানীয় সাফামারওয়া রেস্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহিল বাকী নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করীম। ত্রিশাল উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান শামীমের পরিচালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব রশিদ ফরাজী, ত্রশাল পৌরসভা জামায়াতের সেক্রেটারী এনামুল হক মাষ্টার, উপজেলা জামাযাতের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান শাকিল প্রমুখ।