শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহড়া: সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক উপাচার্য মোহীত উল আলম বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাল্গুন টিভি পরিবারের গভীর শোক প্রকাশ ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডাঃ লিটনের মনোনয়ন পত্র দাখিল নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ত্রিশালে রাস্তার পাশে পুকুর করায় কাদা খানাখন্দ কাদায় চলাচলে অনুপযুগী রাস্তায় জনদুর্ভোগ চরমে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ত্রিশালে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে ১২ নভেম্বর বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শুধু মুসলমানদের জন্যই নয়, বরং তিনি সারা বিশ্বের জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে আছেন। মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করেন আর মধ্যম পন্থার নেতা হলেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।’ মাওলানা কামাল উদ্দিন জাকিরের উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, ‘আল্লাহর ডাক অবিরত চলতেই থাকে। এক্ষেত্রে বিশ্বের এক জায়গায় আযান শেষ হলে অন্য জায়গায় শুরু হতে থাকে।’ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অনুষ্ঠিত হয় যা খুবই ইতিবাচক দিক উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, ‘এই ইসলামী প্রতিযোগিতার মধ্য দিয়ে সবাইকে জাগ্রত ও অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। জীবন ও যৌবনের জন্য প্রয়োজনীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কিছু সংখ্যক হলেও অনুপ্রাণিত হয়েছে। এমন সুন্দর প্রতিযোগিতা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর

ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন পুরস্কার বিজয়ী তাহমিনা আবেদীন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অরুপ চৌধুরী রুদ্র। অনুষ্ঠানে ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এ বিজয়ী মোট ১৭ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD