মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন আজকের মেধাবী শিক্ষার্থীদের কেই ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। ডাঃ মাহবুবুর রহমান লিটন নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত ময়মনসিংহে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক “মদিনার বিষাদ” ময়মনসিংহের নটরডেম কলেজে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত ময়মনসিংহে মৃত নারীকে ধর্ষণ করেছে লাশ বহনকারী আবু সাঈদ ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন,জন দুভোর্গ

ত্রিশালে জমি হালচাষ করতে গেলে ওমান প্রবাসী কে মারধোর স্ত্রী কে নির্যাতন টাকা স্বর্ণালঙ্কার লুট; হত্যার হুমকি

ডেস্ক রির্পোট
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে ওমান প্রবাসীর জমিতে চাষ করতে গেলে প্রতি পক্ষের লোকজন প্রবাসী খোকন মিয়া
কে মারধোর ও প্রবাসীর স্ত্রী কে মারধোর শ্লীলতাহানী করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয়েছে া এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন া এর আগেও এই চক্রটি প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, জোরপূর্বক দখল ও হত্যার হুমকি দিয়েছে া সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনাভোক্তভোগী ওমান প্রলবাসী খোকন বাদী হয়ে ত্রিশাল থানায় আরেকটি লিখিত অভিযোগ দাখিল করেছিলেন া
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবেশী এক প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে প্রবাসী খোকন মিয়ার জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এ ঘটনায় বাধা দিলে ভূমি দখলবাজ সাঙ্গপাঙ্গরা জমির মালিক ও স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ।

২৩ আগস্ট প্রবাসী খোকন মিয়া ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে গেলে প্রতিপক্ষরা হামলা করে খোকন মিয়া মারধোর করে এসময় খোকন মিয়া দৌড়ে পালিয়ে গেলে সন্ত্রাসীরা খোকন মিয়ার বসত ঘরে
ঢুকে ভাঙচুর করে সময় তার স্ত্রী আঞ্জুমান বাধা দিলে তাকে মারধোর তার শ্লীলতা হানী
ও করে া
এসময় সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণা অলংকার ছিনিয়ে নেয় া এ বিষয়ে আজ সন্ধায় ত্রিশাল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ওমান প্রবাসীর স্ত্রী আঞ্জুমানারা খাতুন।

অভিযোগ উঠছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কাগজপত্র ছাড়াই জমি দখল করার চেষ্টা করতে গিয়ে প্রবাসী কে মারধোর ও টাকা ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়েছে া নিজেদের অপকর্ম আরো শক্তিশালী করতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে দখল করার চেষ্টা করছে কুর্শানগর এর মৃত সাহেদ আলী ভূমিদস্যু ছেলে আশ্রাব আলী (৫৮), ও শামছুল হক (৫২), মোঃ মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিমা খাতুন (৫৫) গং।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর মৌজার জে,এল নং ৯০,খতিয়ান নং ১০৫, দাগ নং-৯৮৪ জমির পরিমাণ সাড়ে ১২ শতাংশ জমি পৈত্রিক সুত্রে পান এবং বাকী জমি সাবকাওলা দলিল মূলে কিনেন এবং জমির মালিকানা সুত্রে জমির সীমানা নির্ধারন করে তাতে পিলার দিয়ে কাটা তারের বেড়া দেন । কিন্তু পাশের বাড়ির আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫),মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিম খাতুন (৫৫) রোববার দা বল্লম নিয়ে প্রবাসী খোকন মিয়াকে তার জমিতে চাষ করা অবস্থায় দাওয়া করে মারধোর করলে সে প্রাণের ভয়ে পালিয়ে গেলে তার বসত ঘরে ঢুকে তার স্ত্রীকে মারধোর ও শ্লীলতাহানী করে টাকা পয়সা স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয় া

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি জানি কিছুদিন আগে এই জমি ওমান প্রবাসী খোকন মিয়া কিনেছে। পরে সে জমি মেপে সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা ফিলার ও জিআই তারের বেরা দেয়। কিন্তু গতকাল বিকালে আশ্রাব আলীরা তা ভাংচুর করে এবং জমি দখল নেওয়ার চেষ্টা করেছে এসময় তারা মারধোর করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আরেক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ওরা খোকন মিয়ার সীমানা প্রাচীন ভাঙচুর করেছে গতকাল রোববার বিকেলে জমিতে হাল চাষ করতে গেলে তাকে মারধোর করছে া
সরেজমিনে দেখা গেছে, দলিলপত্র যাচাই করে ওমান প্রবাসী খোকন মিয়ার কাগজপত্র সঠিক পাওয়া যায়। স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও ভূমিদস্যু আশ্রাব আলীরা প্রভাব খাটিয়ে কোনো তোয়াক্কা করছে না।

ওমান প্রবাসী খোকন মিয়া বলেন, আমার ১২ শতাংশ জমি যা দলিল ও খাজনা খারিজ আমার নামে। আশ্রাব আলী ও তার দলবল নিয়ে জোরপূর্বক আমার জমিতে হামলা করে জমি বেদখল করার চেষ্টা করছে তার অংশ হিসেবে ৫ জনের সামনে প্রকাশ্যে ৫ লক্ষ টাকা দাবি করেছে। আমি তাকে ৫ লাখ টাকা দিলে সে আর আমার জমিতে কোনো রকম ডিস্টার্ব করবে না। আমি টাকা না দেওয়ায় সে ২৩ তারিখ আমার জমিতে হালচাষ করতে গেলে আমার উপর আক্রমণ করে আমাকে মারধর করে পরে আমি দৌড়ে পালিয়ে গেলে আমার বসত ঘরে ঢুকে আমার স্ত্রী কে মারধোর ও শ্রীনতা হানী করে
ঘর হতে নগদ টাকাও স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়ে যায় া
প্রবাসী স্ত্রী আঞ্জুমানারা খাতুন বলেন, বিবাদী আশ্রাব আলী তার দুই হাত দিয়ে আমার গলায় চাপিয়া ধরে এবং আমাকে অর্ধলঙ্গ করার চেষ্টা করে। বিবাদী আশ্রাব আলী ও তাদের দলবল নিয়ে আমার ১ ভরি ওজনের সোনার চেইনসহ ৫ ভড়ি স্বর্ণালংকার ও নগদ তিন লক্ষ টাকা দেশীয় অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার সেকন্ড অফিসার এস আই রুবেল জানান, এ বিষয়ে একটি অভিযোগ এর কথা শুনেছি এর আগেও সীমানা প্রাচীন ভাঙচুর নিয়পও অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD