ময়মনসিংহের ত্রিশালে ৯৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ত্রিশাল খানা পুলিশ । উপজেলার বৈলর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায় ২৪ আগষ্ট দিবাগত রাত সোয়া ১ টার দিকে ঢাকার একটি বাস থেকে ২ যুবক নেমে যাওয়ার পথে তাদের সন্দেহ হয়। এসময় ত্রিশাল থানার এস আই সবুজ,এএস আই আকরাম তাদের তল্লাসী করলে তাদের কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা পাওয়া গেলে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন এবং কোতয়ালী থানার বাড়েরা এলাকার আহসান হাবীব। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান-রাতে এস আই সবুজ ও এএস আই আকরাম বৈলর এলাকায় রাতে চেকপোস্ট ডিউটি করাকালীন এই ২ মাদক ব্যবসায়কে দেখে সন্দেহ হলে তাদের তল্লাসী করে এসময় তাদের কাছ থেকে ৯৫০ পিচ ইয়াবা উদ্বার করে । আসামী আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বে মাদকের আরোও ০৮টি মামলা রয়েছে। তাদের বিরুদ্বে মামলা হয়েছে।