রফিকুল ইসলাম শামীম,ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানাযায়, ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে টার দিকে ত্রিশাল থানার এস আই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এ এস আই মির্জা ওয়াসিম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর সভার ৮ নং ওয়ার্ডের এরশাদ মিয়ার মুদির দোকানের সামনে থেকে বেচাকিনা কালে আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখা নামে এক মহিলার কাছ থেকে ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১১৬ গ্রাম হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করেন। আটককৃতদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি চলছে।