ময়মনসিংহের ত্রিশালে জুয়া আর নেশার টাকার চাহিদা পূরণ না করায় নেশাখোর ছেলে রাজু শেখ (৩০) নিজের বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করেছে। উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর বাঁশকুড়ি আংড়ারচড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৯ সেপ্টেম্বর পৈশাষিক এ খুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু শেখ দীর্ঘদিন ধরে নেশায় ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সে নিয়মিতভাবে তার বাবা মোহাম্মদ আলী শেখ ও মা রওশন আরা বেগমের কাছ থেকে টাকা দাবি করত এবং বাবা মাকে টাকা দিতে বাধ্য করতো। এর ওই সূত্র ধরে কয়েক দিন আগে সে বাবার কাছে আবার ৪ লাখ টাকা দাবি কওে প্রকাশ্যে বলে টাকা না দিলে কাউকে জীবিত রাখবে না। তার জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজু প্রথমে কুড়াল দিয়ে তার বাবার গলা কেটে হত্যা করে এবং এরপর মাকে গলা চেপে হত্যা করে। হত্যার পর দুজনের মৃতদেহ ঘরের ভেতর মাটি খুড়ে মাটিচাপা দিয়ে রাখে। এবং ঘটনার পর রাজু তার বোনদের জানায় যে, মা বেড়াতে গেছেন। কিন্তু বোনেরা খোঁজ নিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে তাদের খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। তখন বোনের ঘরে ডুকারপর ঘরের মেঝেতে নতুন মাটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের নিয়ে মাটি খুঁড়ে দেখেন, বাবা-মায়ের মরদেহ সেখানে পোঁতা রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজু শেখ দুই বছর আগে বিয়ে করেছেন, এবং স্ত্রীর চাহিদা মেটাতেই সে টাকার জন্য চাপ দিচ্ছিল। বাবা মাকে খুন করা জোড়া খুনের ঘটনাটি এলাকাবাসী ত্রিশাল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রাজু শেখকে আটক করেছে। এ ঘটনায় ত্রিশালথানার অফিসার ইচার্জ মুনসুর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন আমরা ঘটনাস্থলে হতে মাটি খুড়ে দৃটি লাশ উদ্ধার করেছি। হত্যাকারীকে আটক করেছি । লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করা হয়েছে।