ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে একটি ফলবাগানের সীমানাপ্রচীর ভেঙে ফেলেছে পার্শ্ববর্তী একদল দুষ্কৃতকারী। এ ঘটনায় ফলবাগান মালিক আইয়ুব আলী ব্যবসায়িক ও পারিবারিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।
আইয়ুব আলীর দাবি, তার প্রতিবেশী ইউছুফ আলী ও তার ছেলে হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে তার ব্যবসা ও সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করছে। সম্প্রতি তারা হঠাৎ করে বাগানের সীমানাপ্রচীরের একটি অংশ ভেঙে ফেলেছে। এতে তার ফলবাগান খোলা পড়ে থাকায় চরম আতঙ্কে দিন কাটছে।
আয়ুব আলী বলেন, “আমি একজন সহজ-সরল ব্যবসায়ী মানুষ। অনেক কষ্টে এই ফলবাগান ও মাছের ঘের করেছি। এখন এভাবে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকিধামকি দিচ্ছে। আমি আমার পরিবার ও সহায়সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে আমি ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় পরিশ্রম করে ব্যবসা করছেন। তিনি সৎ ও নম্র স্বভাবের মানুষ। তারা বলেন, “তার মতো একজন ব্যবসায়ীকে বারবার হয়রানি ও হুমকিধামকি দেওয়ার পেছনে উদ্দেশ্যমূলক মনোভাব রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি।”
অন্যদিকে অভিযুক্ত ইউছুফের স্ত্রী হাসিনা দাবি করেন, “এই জায়গা আমাদের বসতঘরের পাশে, আগে কথা ছিল ফিসারিতে থাকা জমি এওয়াজবদল করে জমিটা আমাদের দিবে। পরে আর দেয়নি। প্লাস্টার করানোর জন্য সীমানাপ্রচীর কিছুটা সরিয়েছি। পরে আবার ঠিক করে দিবো। এতে এতো কিছু করার কি আছে?”
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। কারো সম্পত্তির ক্ষতি করা বা হুমকি দেওয়া আইনত দণ্ডনীয়।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।