মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন আজকের মেধাবী শিক্ষার্থীদের কেই ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। ডাঃ মাহবুবুর রহমান লিটন নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত ময়মনসিংহে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নাটক “মদিনার বিষাদ” ময়মনসিংহের নটরডেম কলেজে বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত ময়মনসিংহে মৃত নারীকে ধর্ষণ করেছে লাশ বহনকারী আবু সাঈদ ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের ধর্মঘট সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন,জন দুভোর্গ

ত্রিশালে ফলবাগানের সীমানাপ্রচীর ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী আইয়ুব আলী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৪ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে একটি ফলবাগানের সীমানাপ্রচীর ভেঙে ফেলেছে পার্শ্ববর্তী একদল দুষ্কৃতকারী। এ ঘটনায় ফলবাগান মালিক আইয়ুব আলী ব্যবসায়িক ও পারিবারিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

আইয়ুব আলীর দাবি, তার প্রতিবেশী ইউছুফ আলী ও তার ছেলে হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে তার ব্যবসা ও সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করছে। সম্প্রতি তারা হঠাৎ করে বাগানের সীমানাপ্রচীরের একটি অংশ ভেঙে ফেলেছে। এতে তার ফলবাগান খোলা পড়ে থাকায় চরম আতঙ্কে দিন কাটছে।

আয়ুব আলী বলেন, “আমি একজন সহজ-সরল ব্যবসায়ী মানুষ। অনেক কষ্টে এই ফলবাগান ও মাছের ঘের করেছি। এখন এভাবে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকিধামকি দিচ্ছে। আমি আমার পরিবার ও সহায়সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে আমি ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় পরিশ্রম করে ব্যবসা করছেন। তিনি সৎ ও নম্র স্বভাবের মানুষ। তারা বলেন, “তার মতো একজন ব্যবসায়ীকে বারবার হয়রানি ও হুমকিধামকি দেওয়ার পেছনে উদ্দেশ্যমূলক মনোভাব রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি।”

অন্যদিকে অভিযুক্ত ইউছুফের স্ত্রী হাসিনা দাবি করেন, “এই জায়গা আমাদের বসতঘরের পাশে, আগে কথা ছিল ফিসারিতে থাকা জমি এওয়াজবদল করে জমিটা আমাদের দিবে। পরে আর দেয়নি। প্লাস্টার করানোর জন্য সীমানাপ্রচীর কিছুটা সরিয়েছি। পরে আবার ঠিক করে দিবো। এতে এতো কিছু করার কি আছে?”

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। কারো সম্পত্তির ক্ষতি করা বা হুমকি দেওয়া আইনত দণ্ডনীয়।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD